পলিথিনমুক্ত গ্রাম ঘোষণা হল রামপালের কাঠমারি

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ পরিবেশবাদী সংগঠন ইয়্যুথ ফর দ্য সুন্দরবন রামপালের প্রচেষ্টায় রামপাল উপজেলার কাঠামারি গ্রামকে পলিথিন ও প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে।

এ গ্রামকে পলিথিন দূষণমুক্ত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলায় ইতোমধ্যে গ্রামটি বিভিন্ন ব্যক্তি- প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাসের প্রোগ্রাম ম্যানেজার নাজা ক্রিস্টিনা মায়ার কাঠামারি গ্রাম সরেজমিন পরিদর্শনে আসেন।

গ্রামে পৌঁছে তিনি পলিথিন বর্জন ও পরিবেশ সংরক্ষণে গ্রহণ করা কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি স্থানীয় জনগণের সাথে দীর্ঘ সময় মতবিনিময় করেন। বিশেষ করে গ্রামের ১৫ জন নারী সদস্যের সাথে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

নারীরা জানান, রামপালের ‘ইয়্যুথ ফর দ্য সুন্দরবনে’র নেতৃত্বে গড়ে ওঠা উদ্যোগ তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এনেছে। নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে।

এরপর তিনি গ্রাম পরিদর্শন করেন। পরিবেশবান্ধব উদ্যোগের বাস্তবচিত্র প্রত্যক্ষ করেন। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইয়্যুথ গ্রুপের কয়েকজন সদস্যের সাথে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।

সংগঠনের সদস্যরা জানান, পলিথিন বর্জন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে তারা ইতোমধ্যে বিভিন্ন স্কুল, বাজার ও জনসমাগমস্থলে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছেন।