প্রেসক্লাব যশোরে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ হেযবুত তওহীদের যশোর জেলা শাখার উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক রোববার প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের খুলনা অঞ্চলের আঞ্চলিক আমির শামসুজ্জামান মিলন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর আহমেদ, খুলনা বিভাগীয় রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ মেহেদী, বিশিষ্ট লেখক বেনজিন খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ২০২৪-এ জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ বিষয়ে লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকে সংগঠনটি সারা দেশে সভা, সমাবেশ ও সেমিনারের মাধ্যমে এ প্রস্তাবনার পূর্ণাঙ্গ রূপ জাতির সামনে তুলে ধরছে। এই গোলটেবিল বৈঠকে সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।