ঝিকরগাছায় আশ্রয়ণ প্রকল্পের ৫৬ পরিবার ২মাস পানিবন্দী

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা। যশোরের ঝিকরগাছার পল্লীতে আশ্রয়ন প্রকল্পের ৫৬টি পরিবার ২মাস ধরে পানিবন্দী হয়ে আছে। উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাঁওড়পাড়ে পাশাপাশি ৩টি আশ্রয়ণ প্রকল্প।

গতকাল সরেজমিনে গিয়ে করুণ চিত্র দেখা গেছে। অধিকাংশ ঘরগুলোর এক অথবা দুইটি সিড়ি পানিতে ডুবে গেছে। সেখানে বসবাসকারী অধিকাংশ পরিবারের পুরুষ সদস্য ভ্যান চালিয়ে ও কেউ কেউ দিনমুজুর ও ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। তবে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কারো ভ্যান বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হয় না।

রাতে সড়কের উপর ভ্যান রেখে ঘরে ঘুমাতে যাওয়ায় ইতিমধ্যে ইদ্রিস আলী (৬২) নামের একজনের ভ্যান চুরি হয়ে গেছে। ইদ্রিস আলী বর্তমানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েছেন।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শহিদুল ইসলাম নেদা (৬৫), মফিজুর রহমান (৫২), ইদ্রিস আলী (৬৫), আব্দুল কাদের (৬০), আলী হোসেন (৫২), আয়ুব হোসেন (৬৫), আনন্দ গোশাই (৬৮) বলেন, তারা দীর্ঘদিন ধরে আশ্রয়ন প্রকল্পে বসবাস করলেও কখনো সরকারি সুযোগ-সুবিধা পাননি। আশ্রয়ন প্রকল্পে ওঠার আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, আশ্রয়ন প্রকল্পের প্রতিটি গলি রাস্তা সলিংকরণ, আর্সেনিকমুক্ত পানির ব্যবস্থা, মসজিদ-মন্দির, কবরস্থানসহ সকল সুযোগ-সুবিধা দেয়া হবে। কিন্তু এ ধরনের কোন সুবিধা-সুবিধা তারা এখনো পাননি।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আগেই এসেছে। সোমবার (আজ) সকল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।