পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যশোরের তিন বোন। শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছা. রহিমা বেগম। তিনি তার বোনদের সঙ্গে নিয়ে পৈত্রিক সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে রহিমা বেগম অভিযোগ করেন, তাদের বাবা মৃত গোলাম শেখ কোতোয়ালি থানাধীন সীতারামপুর, বালিয়াডাঙ্গা ও হামিদপুর মৌজায় প্রায় ৬০ বিঘা জমির মালিক ছিলেন। ১৯৮২ সালে তাদের দুই ভাই জাল দলিলের মাধ্যমে সব জমি নিজেদের নামে করে নেন। এরপর ১৯৯০ সালে বোন ও মাকে বাদ দিয়েই জমির রেকর্ডভুক্ত করেন। এতে তিন বোন ও তাদের মা সম্পূর্ণভাবে বঞ্চিত হন।

রহিমা বেগম জানান, বর্তমানে তাদের এক বোন মরণব্যাধিতে আক্রান্ত, কিন্তু পৈত্রিক সম্পত্তি থাকা সত্ত্বেও তারা তার চিকিৎসার খরচ জোগাড় করতে পারছেন না। তিনি আরও অভিযোগ করেন, জমির ভাগ দাবি করায় তাদের দুই ভাইয়ের সন্তানেরা নিয়মিত হুমকি দিচ্ছে। বিশেষ করে তাদের ভাইপো শওকত, যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে কর্মরত, তিনি তাদের হুমকি দিয়ে বলেন, ‘জমি দেবে না, প্রয়োজনে লাশ ফেলবে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শওকতের প্রভাবে পূর্বে দায়ের করা মামলার নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছিল। পরে দুদক কমিশনার ও বিচারকদের হস্তক্ষেপে সেই নথি উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে হামিদপুর মৌজার ১৪৭ শতক জমির ওপর থাকা একটি জলাশয় গোপনে বিক্রির ষড়যন্ত্র চলছে বলেও তারা অভিযোগ করেন।