চৌগাছায় পুকুর পাড় থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় পুকুর পাড় থেকে গতকাল মঙ্গলবার বিকেলে বকুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

থানা ও স্বজনদের সূত্র জানিয়েছে, সোমবার রাতে বকুল হোসেন স্ত্রী ও সন্তানদের কাছে মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকাল থেকেই তাকে খুঁজতে বের হন স্বজনরা। এক পর্যায়ে মশ্মমপুর মোড়ের অদূরে বেড়গোবিন্দপুর গ্রামের খোকন বিশ্বাসের ছেলে শিমুলের পুকুর পাড়ে বকুলের লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বকুল হোসেনের ছেলে জীবন হোসেন বলেন, তার বাবার মাছ ধরার শখ ছিলো। সুযোগ পেলেই বাড়ির অদূরে বাঁওড়ে মাছ ধরতেন। তিনি আরও বলেন, তার ধারণা পুকুরে শেয়াল ধরা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার বাবার মৃত্যু হতে পারে।

স্থানীয়রা জানান, পুকুর মালিক শিমুল হোসেন চোর ও শেয়ালের উপদ্রপ হতে মাছ রক্ষায় গোটা পুকুরে পানির ওপরে বিদ্যুৎ লাইন দিয়ে রেখেছেন। অনেকের ধারণা বকুল হোসেন ওই পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু না অন্য কোনো কারণ আছে তা আমরা খতিয়ে দেখছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু রহস্য বের হয়ে আসবে। ঘটনাস্থল যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবিব পরিদর্শন করেছেন।