যানজট নিরসনে যশোরে পৌরসভার অভিযান

0

স্টাফ রিপোর্টার ॥ যানজট নিরসনের লক্ষ্যে যশোর শহরে আবারও অভিযান চালিয়েছে পৌরসভা। মঙ্গলবার এই অভিযানে ৫৬টি অবৈধ মোটরচালিত রিকশা, দুটি ইজিবাইক এবং চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

যশোর পৌরসভার প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন এবং সহকারী প্রকৌশলী বি.এম. কামাল আহমেদ।

পৌরসভা সূত্র জানায়, দড়াটানা মোড় থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পর্যন্ত সড়কে অভিযান চালিয়ে ৫৬টি অবৈধ মোটরচালিত রিকশা ও দুটি নিবন্ধনবিহীন ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা যানবাহনগুলো যশোর ট্রাফিক পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। এরপর শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় ড্রেনের ওপর নির্মিত চারটি টিনের দোকানও ভেঙে ফেলা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন পৌরসভার পরিদর্শক মনিরুজ্জামান নয়ন, আব্দুর রাজ্জাক মন্টু, সৈয়দ মোহাম্মদ আলী, আবু বকর সিদ্দিক এবং মেহেদী হাসান।