ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে যশোর জেনারেল হাসপাতালে বহির্বিভাগে রোগীদের ভোগান্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গতকাল তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এ সময় চিকিৎসা নিতে আসা বহির্বিভাগে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

সকাল ১১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসক ও যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে কর্মবিরতি পালন করেন। হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসকরা কর্মবিরতিতে একাত্মতা ঘোষণা করলে রোগীদের দুর্ভোগ বাড়ে।

মেডিকেল অ্যাসিসট্যান্ট, প্যারামেডিকেল, পল্লী চিকিৎসকসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৬ মাস-এক বছরের প্রশিক্ষণ গ্রহণকারী একশ্রেণির লোকজন গ্রামে গঞ্জে মানুষের চিকিৎসা দিচ্ছেন। তারা নিজেরা ডাক্তার বলে দাবি করছেন। তাদের কাছে মানুষ ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। এসব চিকিৎসকদের ভুয়া আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা গতকাল দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ করেন।

এরপর বেলা ১১ টা থেকে হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ করে দেন। যশোর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে যোগ দেন। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিমাদ্রি শেখর সরকারসহ জ্যেষ্ঠ উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসকও কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন। যার ফলে বহির্বিভাগের রোগী সেবা ব্যহত হয়।

সমাবেশ শেষে ইন্টার্ন চিকিৎসক ইমান আল আজম আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে দুপুর ১২ টায় হাসপাতাল অডিটরিয়ামে সভা করেন। ওই সভা থেকে দুপুর ২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত হয়। দুপুর ২ টার পর হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদান শুরু করেন।

ডা. ইমান আল আজম জানিয়েছেন, এটা তাদের কেন্দ্রীয় কর্মসূচি। মেডিকেল অ্যাসিস্ট্যান্টসহ তাদের সহযোগীরা ডাক্তার লেখার সুযোগ চেয়ে উচ্চ আদালতের রিট করেন। গতকাল ওই রিট খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। যার ফলে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।