জলাবদ্ধতা নিরসনে বাঁধ কাটলেন কৃষক, ঘের মালিকদের বাধায় উত্তেজনা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে কোচবিলের জলাবদ্ধতা নিরসনে ভুক্তভোগী কৃষক জোটবদ্ধ হয়ে গতকাল মঙ্গলবার তার ভোগান্তির কারণ ঘেরের বাঁধ কাটতে শুরু করেন। এসময় ঘের মালিকরা বাঁধা দিতে আসলে দুই পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এক পর্যায়ে বিষয়টি নিরসনের জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের সময় নেওয়া হয়েছে।

মনিরামপুর উপজেলার জয়পুরে কোচবিলে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ১৬টি ঘের করায় কয়েক হাজার বিঘা জমি স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়। কৃষকরা দাবি করেন আসছিলেন তাদের ভোগান্তি নিরসনে ঘের উচ্ছেদ করে জলাবদ্ধতার নিরসনের।

এ ব্যাপারে তারা ঘের মালিক এবং উপজেলা প্রশাসনের শরনাপন্ন হয়েও কোন প্রতিকার পাননি। বাধ্য হয়ে ভুক্তভোগীরা এলাকায় মাইকিং করে জোটবদ্ধ হয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে কোচবিলের ঘেরের মুখ কাটা শুরু করেন। এ সময় ঘের মালিকরা বাধা দেওয়ার চেষ্টা করলে চরম উত্তেজনার সৃষ্টি হয়। জোটবদ্ধ শ’শ কৃষক পাঁচটি ঘেরের বাঁধ কেটে দেন।

উত্তেজনার খবর পেয়ে বেলা ১২টার দিকে সহকারী কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, কৃষি অফিসার মাহমুদা আকতারসহ অন্যান্য কর্মকর্তা ও সেনা সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা কৃষক ও ঘের মালিকদের সাথে বৈঠক করেন।

বৈঠক শেষে সহকারী কমিশনার নিয়াজ মাখদুম ও ওসি বাবলুর রহমান খান জানান, কোচবিলের জলাবদ্ধতা নিরসনকল্পে আগামী মঙ্গলবার উপজেলা পারিষদে কৃষক প্রতিনিধি ও ঘের মালিক প্রতিনিধিদের সাথে পুনরায় বৈঠক ডাকা হয়েছে। আশা করা হচ্ছে ওই বৈঠকে বিষয়টির সমাধান হবে।