চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ।। চুয়াডাঙ্গার জীবননগরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাত ১১টার দিকে জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ একই গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে।

ভুক্তভোগী কিশোরীর বাবা সুমন মিয়া জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করার পর পুলিশ এই অভিযান চালায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, মামলার বাদী সুমন মিয়া জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তিনি এজাহারে উল্লেখ করেছেন, তার ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে সাজ্জাদ হোসেন প্রায়ই উত্ত্যক্ত করতো।

গত ১৫ জুলাই বিকেলে জীবননগর বাজার থেকে বাড়ি ফেরার পথে সাজ্জাদ তার মেয়েকে ফুসলিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরবর্তীতে ছেলের পরিবারের চাপে সাজ্জাদ ও কিশোরীকে জীবননগর নারায়ণপুরে শরিফুলের বাড়িতে আনা হয়, সেখানেও মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।