বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই হাসপাতালে ভর্তি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বেনাপোলে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই মো. শামিম হোসেন (২৫) আহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শামিম হোসেন জানিয়েছেন, গতকাল সকাল ৮টার দিকে বাসায় বড় ভাই আব্দুল আলিম বাদলের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হয়।

এ সময় পেছন থেকে আব্দুল আলিম বাদল তাকে (শামিম হোসেনকে) পিঠে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা শামিমকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শামিম হোসেনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। শামিম হোসেন বেনাপোল কলেজ রোড মধ্যপাড়ার শেখ হায়দার আলীর পুত্র।