চীনের শিল্পখাতে লাভ বেড়েছে

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি বছরের প্রথম দুই মাসে চীনের শিল্প কোম্পানিগুলোর লাভ দ্রুত গতিতে বেড়েছে। বড়দিন উপলক্ষে ছুটির মৌসুম থাকায় উৎপাদনে ধীর গতি থাকা সত্ত্বেও এসময় শিল্পখাতে ইতিবাচক প্রভাব দেখা গেছে। রোববার (২৭ মার্চ) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, এক বছর আগের তুলনায় জানুয়ারি-ফেব্রুয়ারিতে এখাতে লাভ বেড়েছে পাঁচ শতাংশ। যা ডিসেম্বরের তুলনায় চার দশমিক দুই শতাংশ বেশি।
সম্প্রতি কারখানায় মূল্যস্ফীতি বাড়ায় দেশটির উৎপাদন চাপের মুখে পড়েছে। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম বেড়ে যাওয়ায়ও উৎপাদনে প্রভাব পড়েছে। তবে শুল্ক কমানোর ফলে চলতি বছর কোম্পানিগুলোতে স্বস্তি দেখা যেতে পারে। কিন্তু দুর্বল অভ্যন্তরীণ ব্যয় ও বৈশ্বিক ধীর চাহিদার কারণে ফের উৎপাদন কমতে পারে। জানা গেছে, চলতি মাসে চীনের কোম্পানিগুলো নতুন করে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কারণ দুই বছর আগে শুরু হওয়া করোনা মহামারির রেশ এখনো রয়েছে দেশটিতে। এজন্য আরোপ করা হচ্ছে কঠোর বিধিনিষেধ। এতে সাময়িকভাবে অনেক কোম্পানিকে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এদিকে ইউক্রেনে হামলার পরই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এরপরই রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক জোরদার হতে থাকে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছেন চীনের বিরুদ্ধে। যদিও চীন তা অস্বীকার করে সমস্যা সমাধানে চেষ্টা করার কথা জানায়।