অভয়নগরে পেশাদার চোরচক্রের দুই সদস্য আটক, ২ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ অভয়নগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা পেশাদার চোরচক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় দুই দফায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম।

পুলিশ জানায়, গত ৮ জুলাই সকালে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. সিফাতকে (৪০) বুইকারা গ্রামের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি বুইকারা গ্রামের মোহাম্মাদ ফকিরের ছেলে। তার বিরুদ্ধে নড়াইল জেলার কালিয়া, নড়াগাতি, সদর ও লোহাগড়া থানায় ৬টি মামলা রয়েছে। তিনি চোরচক্রের সদস্য হিসেবে আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন। এ সময় আসুস ল্যাপটপ, মিনিস্টার স্মার্ট টিভি, কম্পিউটার পিসি, সাউন্ড বক্স, সাউন্ড কার্ড, হেডফোনসহ ১,৭৪,৫০০ টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে শাহিনুর রহমানকে (৩৬) লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজার থেকে আটক করা হয়। লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তিনি।

এ সময় আরও একটি মনিটর, কেটলি, মাইক্রোফোন সেট, কম্পিউটার, ফুলদানি ও ডেকোরেশন লাইটসহ ৬৬,৭০০ টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করা হয়। সর্বমোট উদ্ধারকৃত চোরাই মালামালের মূল্য ২,৪১,২০০ টাকা।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলিম বলেন, বুধবার সকালে গ্রেফতার ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিরা পেশাদার চোর। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার করা চোরাই মালামাল আদালতের নির্দেশ অনুযায়ী আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।