যশোরে বলাৎকারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অপরাধে কমল চন্দ্র কর্মকার (৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। সোমবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. আতোয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ লতা জানান, আসামি কমল চন্দ্র কর্মকার যশোর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া রোডের মৃত ফটিক চন্দ্র কর্মকারের ছেলে। আদালতের এজলাসে আসামির উপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, আট বছর বয়সী ছাত্রটি তার বাবা-মায়ের সাথে ষষ্ঠীতলার একটি বাড়িতে ভাড়া থাকতো। ২০২০ সালের ১০ ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে সে খেলা করার জন্য বাসা থেকে বের হয়। প্রায় ২০ মিনিট পর সে বাসায় ফিরে এসে কান্নাকাটি করতে থাকে। তখন তার বাবা লক্ষ্য করেন, ছেলের পুরুষাঙ্গ দিয়ে রক্ত ঝরছে ও পায়ুপথে তেল লাগানো।

এসময় ছেলে তার বাবাকে জানায়, বল দেওয়ার কথা বলে কমল চন্দ্র কর্মকার তাকে নিজের ঘরে নিয়ে পায়ুপথে যৌন নির্যাতন করেন এবং বিশেষ অঙ্গে আঘাত করে।

তাৎক্ষণিকভাবে শিশুটির বাবা স্থানীয় লোকজনকে জানালে তারা কমল চন্দ্র কর্মকারকে আটক করে মারধর ও পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় আসামি কমল চন্দ্র কর্মকারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উলে¬খিত সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।