‘বাসর ঘর’ নাটকে ফুটে উঠল ফ্যাসিবাদী শাসনের মর্মন্তুদ চিত্র 

0

স্টাফ রিপোর্টার ॥ বাসর রাত, যেখানে নবদম্পতির নতুন জীবনের স্বপ্ন বোনা হয়, সেখানেই নেমে আসে ঘোর অন্ধকার। নববিবাহিত স্ত্রীর সামনে থেকে তুলে নেওয়া হলো ছাত্রদল নেতা সবুজকে। থানায় গিয়ে নববধূর আকুল আবেদনও কোনো কাজে এলো না; কর্তব্যরত দারোগা বাবু সবুজের বৃদ্ধ পিতা ও নববধূকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এরপর থানায় দফায় দফায় সবুজের ওপর চলল মধ্যযুগীয় কায়দায় নির্যাতন।

এই দৃশ্যটি একটি নাটকের অংশ হলেও, এর প্রতিটি পরতে মিশে আছে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার অবৈধ শাসনামলে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ওপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের বাস্তব প্রতিচ্ছবি।

ফ্যাসিবাদী সরকারের আজ্ঞাবহ পুলিশ কীভাবে তাদের এই ফ্যাসিবাদী হতে সহযোগিতা করেছে, এবং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে দমনের জন্য লোমহর্ষক নির্যাতন চালিয়েছে, তারই এক জ্বলন্ত বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে ‘বাসর ঘর’ নাটকে।

মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই হৃদয়স্পর্শী নাটকটি পরিবেশিত হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান।
রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার ও জিয়া পরিষদ যশোর এর আয়োজনে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি ফ্যাসিবাদী শেখ হাসিনার ১৭ বছরের ভয়ংকর ক্রাসের রাজত্বের বাস্তব প্রতিচ্ছবি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলে।

নাটকে অভিনয় করেছেন সোহেল রানা, মাসউদ জামান, রুকাইয়া আলম, স্বপন দাস, মারুফ হোসেন, শামসুদ্দিন হোসাইন, আলমগীর হোসেন, ইফতেখার তাহসিন, হাসিবুর রহমান, রিফাত মাহমুদ, আনিসুর রহমান, পিয়াস মণ্ডল, ইব্রাহিম খলিল, তানভীর হাসান ও শাহিদুর রহমান।

নাটকটি দেখতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শিল্পকলা একাডেমিতে ভিড় জমান। নাটকের প্রতিটি দৃশ্যের সাথে বিগত ১৭ বছরে তাদের নিজেদের জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া বাস্তবতার মিল খুঁজে পেয়েছেন অনেকে। অনেকেই নিজেদের অজান্তেই চোখের নোনা জলে ভিজিয়েছেন মুখমণ্ডল।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নিজেও দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন। দর্শক সারিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ পলাশ প্রমুখ।