বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন সিনিয়র সচিব

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর শনিবার পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ইউসুফ আলী। তিনি বন্দরের শ্রমিক এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব), শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন (উপসচিব), বেনাপোল স্থলবন্দর উপ-পরিচালক মামুন কবির তরফদার ও এডি রতন,বন্দরের ডেপুটি ডাইরেক্টর রাশেদুল সজীব, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, সহ-সভাপতি তবিবুর রহমানসহ স্থলবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।