অস্ত্র মামলায় শার্শার সন্ত্রাসী লিটনের ১৭ বছরের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ অস্ত্র আইনের একটি মামলায় শার্শার চিহ্নিত সন্ত্রাসী লিটন মাহমুদকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। রোববার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই রায় ঘোষণা করেন।

অতিরিক্ত পিপি সৈয়দ রুহুল কুদ্দুস কচি জানান, সাজাপ্রাপ্ত আসামি লিটন মাহমুদ শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আদালতের বিচারক আসামির উপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ জানুয়ারি বিকেলে শার্শা থানার তৎকালীন এসআই মেহেদী হাসান দক্ষিণ বুরুজবাগানে লিটন মাহমুদের বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে লিটন মাহমুদকে আটক করা হয়। পরে তার ঘরে তল¬াশি চালিয়ে একটি রাইফেল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে এসআই মেহেদী হাসান বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। এরপর মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই আইনুদ্দিন বিশ্বাস।

ওই মামলায় আসামি লিটন মাহমুদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং গুলি রাখার দায়ে আরও ৭ বছর অর্থাৎ মোট ১৭ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক।