যশোরে ফেনসিডিলের মামলায় হাতুড় খোকনের তিন বছরের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল চোরাচালান মামলায় শহরের শংকরপুর পশ্চিম পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইদ্রিস আলী খোকন ওরফে হাতুড় খোকনকে তিন বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাকির হোসেন টিপু এই রায় ঘোষণা করেন। আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামি ইদ্রিস আলী খোকন শংকরপুর পশ্চিম পাড়ার মৃত শেখ আব্দুলের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৭ নভেম্বর বিকেলে কোতয়ালি থানা পুলিশের তৎকালীন এসআই সৈয়দ বায়েজিদ গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বাবলাতলায় অভিযান চালান। এ সময় সেখান থেকে প্লাস্টিকের একটি বস্তায় রাখা ৫০ বোতল ফেনসিডিলসহ ইদ্রিস আলী খোকনকে আটক করেন।

এ ঘটনায় তিনি চোরাচালান আইনে থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে আসামি ইদ্রিস আলী খোকনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই তারেক হাফিজ।

ওই মামলায় আসামি ইদ্রিস আলী খোকনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।