মহেশপুর সীমান্তে ৫৬ অনুপ্রবেশকারী আটক

0

মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা॥ সোমবার রাতে ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করেছে। আটকদের মধ্যে নারী- পুরুষ ও শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পারিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে চোরাই পথে মাঠিলা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় মাঠিলা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ১ জনকে আটক করে।

একই দিন কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় কুমিল্লাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৩ জনকে আটক করে।

অন্যদিকে শ্যমকুড় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামকুড় বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ২০ জনকে আটক করে।

খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ১৩ জনকে আটক করে। একই দিন বেনীপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বেনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ১৪ জনকে আটক করে।

অপরদিকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে একই সময় ভারতে যাওয়ার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকা থেকে নারী,পুরুষ ও শিশুসহ ৫ জনকে আটক করে। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।