আবর্জনা পরিস্কারে খালে নামলেন শ্যামগরের ইউএনও

0
এস কে সিরাজ শ্যামনগর (সাতক্ষীরা )।। সকালে শীত উপেক্ষা করে শ্যামনগর সদরে পানি নিষ্কাশনের একমাত্র যমুনা খালের কচুরিপানাসহ ময়লা আবর্জনা পরিষ্কারে হাত লাগালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  রনি খাতুন।
সোমবার সকালে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে পানি নিষ্কাশনের অন্তরায় থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করেন তিনি।
তার এ উদ্যোগকে শ্যামনগর উপজেলার সচেতন মহলসহ সর্বজন সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে শ্যামনগর পৌরসভার পানি নিষ্কাশনের একমাত্র যমুনা খালটি ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরেছিল।
এ সময় শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, শ্যামনগর সদরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের  যমুনা খালটি পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এ উপজেলার পানি নিষ্কাশনের দ্বার  উমুক্ত করা হলো।
তিনি আরও বলেন পর্যায়ক্রমে পানি নিষ্কাশনের লক্ষ্যে যে সকল খালে জাল পাটা, ময়লা ,আবর্জনা বাঁধ আছে সেগুলো দ্রুত অপসারণ করা হবে।