জীবননগর সীমান্তে সোনার বারসহ আটক- ১

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে তিনটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য দেন মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম। ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম ওজনের উদ্ধার করা ওই সোনার আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর বিওপির টহল দল উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে ভ্যানচালক আলমগীর হোসেনকে (৪৮) আটক করে। তার শরীর তল্লাশি করে স্কচটেপে মোড়ানো তিনটি সোনার বার উদ্ধার করা হয়।

গোপনে খবর পেয়ে মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন অধীনের জীবননগর বিওপি’র টহল দল এদিন বেলা দেড়টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে ব্যাটারীচালিত ভ্যানসহ নব দুর্গাপুর গ্রামের ইসহাক মন্ডলের ছেলে আলমগীর হোসেনকে (৪৮) আটক করে।

এ সময় ভ্যান চালক কিছু স্বীকার না করলেও পরবর্তীতে তার শরীর তল্লাশী করলে স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৩টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম। উদ্ধারকরা স্বর্ণের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।

জীবননগর উপজেলার নবদুর্গাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে আটক ভ্যানচালক আলমগীর হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলার পর উদ্ধার করা সোনার বারগুলো আদালতের মাধ্যমে সরকারি কোষাগার জমা দেওয়া হয়েছে।