চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

0

স্টাফ রিপোর্টার ॥ আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়নের ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের এদিন তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

চৌধুরী শহিদুল ইসলাম নয়ন দীর্ঘ ১৫ বছর সফলভাবে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বণিক সমিতি ও জেলা জুয়েলার্স সমিতির সভাপতি ছিলেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডেও সক্রিয় ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বাদ আসর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে দলের সব ইউনিটের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।