যশোরে দ্বীনের দাওয়াত দিতে যেয়ে যুবলীগ নেতার রোষানলে তাবলিগের কর্মিরা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুর রহমানের রোষানালের শিকার হয়েছেন রেজাউল করিমসহ তাবলীগ জামাতের বেশ কয়েকজন কর্মী। ওই যুবলীগ নেতা তাবলীগ জামাতের কর্মীসহ তার সঙ্গীদের একটি ঘরে আটকে রেখে নির্যাতন চালিয়ে তাদেরকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী কোতয়ালি থানায় যুবলীগ নেতাসহ তার অনুসারীদের নামে সাধারণ ডায়েরি করেছেন।
ভুক্তভোগী রেজাউল করিম সাধারণ ডায়েরিতে বলেন, ‘বুধবার (১৬ এপ্রিল) যশোর শহরের পালবাড়ী চৌগাছা বাসস্ট্যান্ডের পাশে মসজিদে এশার নামাজ শেষে তাবলিগ জামাতের ১৩ জন মুরব্বীকে সাথে নিয়ে দাওয়াতের কার্যক্রম শুরু করি। আমরা বেশ কয়েকজনকে দাওয়াত দেওয়ার পর যুবলীগ নেতা তৌহিদুর রহমানকে দাওয়াত দিতে যায়। এ সময় তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার সন্ত্রাসী বাহিনীর সদস্য নারিস হোসেন, তসলিমসহ অজ্ঞাত নামা কয়েকজন আমাদের ধাক্কা দিয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে আটকে রাখেন। তৌহিদুর রহমান আমাকেসহ আমার সাথে থাকা মুরব্বীদের মারপিট করাসহ নির্যাতন করেন। এমনকি দেশীয় অস্ত্র উচিয়ে খুন জখম করাসহ এলাকা ছাড়া করার হুমকি দেয়। পুনরায় তাবলিগ জামাতের কার্যক্রম চালালে খুন জখমে হুমকি প্রদান করে আমাদের ছেড়ে দেন।