চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ঊনবিংশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

এরপর আনন্দ শোভাযাত্রা বের হয়ে বড়বাজার শহীদ হাসান চত্বর সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট শিশু সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দ্বিবার্ষিক সম্মেলনের আহবায়ক বজলুর রহমান জোয়ার্দ্দার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইয়াকুব আলি জোয়ার্দ্দার, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি নজির হোসেন ও উদীচীর সভাপতি হাবিবি জহির রায়হান।

বিকেলে অরিন্দমের ঊনবিংশ দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক আলোচনা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।