সাংবাদিক মিলনের পিতার শয্যাপাশে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত 

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত গতকাল সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক লোকসমাজের ফটো সংবাদিক ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর খান মিলনের পিতা মো. আব্দুস সাত্তারকে দেখতে যান। এ সময় তিনি আব্দুস সাত্তারের শয্যাপাশে অবস্থান করেন ও চিকিৎসার খোঁজখবর নেন।

এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত হাসপাতাল চিকিৎসাধীন অভয়নগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন অধ্যাপক ইমাদ উদ্দিন, হাসপাতালের কর্মচারী মো. আসাদুজ্জামান আসাদ ও যশোর সদর উপজেলার হৈবতপুরের রুহুল আমিনের স্ত্রী সেলিনা বেগমের চিকিৎসার খোঁজ নেন। সকলের আশু সুস্থতা কামনা করেন।

এ সময় যশোর জেলা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, নগর বিএনপি প্রচার সম্পাদক রেজানুল ইসলাম রিয়েল, যুবদল নেতা খন্দকার শফিউল আলম উপল, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।