যশোরে মদসহ মসজিদের খাদেম আটক

0

স্টাফ রিপোর্টার॥ নিজের মসজিদের সামনে থেকে বিদেশি মদসহ আটক হয়েছে এক খাদেম। গতকাল রাতে যশোর শহরের এম.এম আলী রোডের গণপূর্ত বিভাগের কার্যালয়ের পাশের বায়তুস সালাম জামে মসজিদের সামনে এঘটনা ঘটে। আটক ইসলাম আলী ওই মসজিদে পরিচ্ছন্নতার কাজ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ক-সার্কেলের উপ-পরিদর্শক এস.এম শাহীন পারভেজ জানান, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই মসজিদের সামনের রাস্তায় অভিযান চালান।

এ সময় সেখান থেকে ৫ বোতল মদসহ মসজিদের ঝাড়ুদার ইসলাম আলীকে (৬৩) আটক করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।