সোমবার যশোরে ওষুধের দোকানে ধর্মঘট

0

স্টাফ রিপোর্টার ॥ ওষুধ বিক্রির কমিশন বৃদ্ধির দাবিতে আগামী সোমবার যশোরের ফার্মেসিগুলোতে সারাদিন ধর্মঘটের কর্মসূচি দিয়েছে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি যশোর জেলা শাখা।

সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বিলু জানিয়েছেন, এ দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো যশোরেও ফার্মেসিগুলো বন্ধ থাকবে।

জামাল উদ্দিন বিলু আরও জানান, ধর্মঘটের সময় হাসপাতালের জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সীমিত সংখ্যক ফার্মেসি খোলা থাকবে।

তিনি বলেন, বর্তমান ১২ শতাংশ কমিশন হারে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ, ভাড়া ও কর্মচারী ব্যয় বৃদ্ধির ফলে ফার্মেসি ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই তারা কমিশন ২৫ শতাংশে উন্নীত করার দাবিতে এই কর্মসূচি পালন করছেন।