কপোতাক্ষ ট্রেন থেকে ৫ কোটি টাকার কোকেন উদ্ধার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার দেড় কেজিরও বেশি কোকেন জব্দ করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

বৃহস্পতিবার রাতে বিজিবির একটি টহল দল কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ঙ-বগিতে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করে। তবে কোকেনের মালিককে বিজিবি আটক করতে পারেনি।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোপন সূত্রে খবর পেয়ে হাবিলদার শহর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালায়।