দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

0

লোকসমাজ ডেস্ক॥ দেশে আরও নয় জনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে শনিবার (৮ জানুয়ারি) দেশে একজনের ওমিক্রন শনাক্তের খবর জানায় জিআইএসএআইডি। গত ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিন জনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন এবং রাতে তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হয় বলে জানানো হয়। আগের দিন ২৭ ডিসেম্বর রাতে একজনের ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি। দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার। পরবর্তী সময়ে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন সবাই সুস্থ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এমনকি তাদের অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানানো হয়।