রামপালে সংঘর্ষে আহত- ৩

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের কুমলাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুইপক্ষই ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহত তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, উপজেলার কুমলাই গ্রামের মোসলেম সরদারের ছেলে সরদার ডালিম (৪০) ও একই গ্রামের সরদার ফেরদৌসের ছেলে সরদার মাসুদ করিম (৩০) ও অপরপক্ষের ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার (৪০)।আহত জালিম ও মাসুদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দুপুর ১ টার দিকে কুমলাই গ্রামের সরদার বাড়ির চার রাস্তার মোড়ে ইকরাম সরদারের দোকানের মধ্যে ফেলে ইয়াছিন সরদারের ছেলে মারুফ সরদার ও তার ভাইপো সাব্বির সরদার ছুরি ও ধারালো দা দিয়ে তাদের মাথায় কুপিয়ে আহত করে।

এ সময় তারা উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে মারুফ সরদারের ভাই সরদার বাকি বিল্লাহ জানান, তার ভাই মারুফ মাদক বেচাকেনা বন্ধ করতে বলায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়। তবে আহত ডালিম ও মাসুদ বিষয়টি অস্বীকার করে বলেন, মারুফ মাদক সেবন করেন।

অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা জানান, খবর পেয়েই তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়। অভিযোগ দিলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।