এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের রুটিনে পরিবর্তন

0

স্টাফ রিপোর্টার ॥ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের একটি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। বুধবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে নতুন এই রুটিন প্রকাশ করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আব্দুল মতিন স্বাক্ষরিত নতুন এ সূচিতে গণিত পরীক্ষা পেছানো হয়েছে।

এর আগে এই পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন খ্রিস্ট ধর্মের ইস্টার সানডের ছুটি থাকায় গণিত পরীক্ষা পিছিয়ে নতুন রুটিন প্রকাশ করেছে। গণিত পরীক্ষা ২০ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোরর্ডসহ অন্য বোর্ডেও একই রুটির প্রকাশ হয়েছে আজ। প্রকাশিত নতুন সংশোধিত রুটিন অনুযায়ী ২০২৫ সালের এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে ১৩ মে। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা।

পরীক্ষা শেষ হবে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।