যশোরে অজ্ঞানপার্টির ২ সদস্যের সাত বছর করে সশ্রম কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আলাদা ধারায় মোট ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল রোববার অতিরিক্ত দায়রা জজ ৭ম আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন টিপু এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শাহারিয়ার ইবনে আজাদ।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চট্টগ্রামের ভুজপুর উপজেলার নতুন বাজার এলাকার মৃত এম এ চৌধুরীর ছেলে বর্তমানে যশোর শহরের শংকরপুর আকবরের মোড়ের বাসিন্দা এমবি শামসুদ্দিন চৌধুরী ও পুরাতন কসবা পুলিশ লাইনস এলাকার মৃত শুকুর আলীর ছেলে লোকমান হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে শংকরপুরস্থ কেন্দ্রীয় বাসটার্মিনালের গড়াই পরিবহনের কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে কোমল পানীয়ের সাথে কৌশলে চেতনানাশক খাইয়ে ৭৯ হাজার টাকা হাতিয়ে নেন অজ্ঞান পার্টির সদস্য শামসুদ্দিন চৌধুরী ও লোকমান হোসেন। ওই দুই ব্যক্তি হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাইফুল মন্ডল ও শান্ত সরকার। তবে টের পেয়ে স্থানীয় লোকজন অজ্ঞান পার্টির দুই সদস্যকে হাতেনাতে আটক করেন। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় কোতয়ালি থানার তৎকালীন এসআই মাহাবুব আলম কোতয়ালি থানায় মামলা করেন। এরপর মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই শামীম আকতার।

ওই মামলায় আসামিদ্বয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৩৭৯ ধারায় দুই বছর করে সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩২৮ ধারায় পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামিদ্বয়ের মধ্যে লোকমান হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।