“বার্সেলোনা আমার আসল ঘর, একদিন আমি ফিরবই।” – লিওনেল মেসি

0
বার্সেলোনার কিংবদন্তি মেসি: ক্যাম্প ন্যুই আমার সত্যিকারের ঘর ।। সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে ভালোবাসার খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’–এর জরিপে এই সম্মাননা পাওয়ার পর আর্জেন্টাইন মহাতারকা তার সাবেক ক্লাবে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। মেসি বলেছেন, “বার্সেলোনাই আমার আসল ঘর।”

ইন্টার মায়ামির এই তারকা আরও বলেছেন, আপাতত তিনি এখানে আরও কয়েক বছর থাকবেন, তবে একদিন বার্সেলোনায় ফিরবেন। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার মূল দলের হয়ে মেসি ৮৩৭ ম্যাচে ৭০৯ গোল করেছেন এবং ক্লাবকে ৩৫টি শিরোপা জিততে সহায়তা করেছেন।

মেসি বিদায়ের সময়ের আক্ষেপও প্রকাশ করেছেন, বলেছে মহামারির কারণে দর্শকশূন্য মাঠে বিদায় নেওয়া অস্বাভাবিক পরিস্থিতি ছিল। তবে তিনি ক্যাম্প ন্যুতে সমর্থক হিসেবেই উপস্থিত হয়ে ক্লাবকে সমর্থন দেবেন।

সূত্র: স্পোর্ত (Sport), বার্সেলোনা ক্লাব