চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীর গুলিতে বিএনপি কর্মী আহত

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। স্থানীয়রা আহত বিএনপি কর্মীকে দ্রুত উদ্ধার করে

চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই গুলির ঘটনা ঘটেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বিএনপি কর্মী আব্বাস আলীর ছেলে আজগার আলী (২৫) গ্রামের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় সেখানে আওয়ামী লীগের চিহিৃত সন্ত্রাসী একই গ্রামের আব্দুস সালামের ছেলে ইমরান হোসেন তাকে উদ্যেশ্য করে গুলি ছোড়ে।

গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আজগার আলীর পায়ে লাগে। গুলির শব্দ ও আজগার আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই সন্ত্রাসীকে হাতে নাতে ধরে ফেলে এবং বেধম মারধর করে। গুলিতে আহত বিএনপি কর্মীকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। একই সাথে গণপটিুনিতে আহত সন্ত্রাসী ইমরানকেও হাসপাতালে নেওয়ার পথে সে পালিয়ে যায় বলে সূত্র জানিয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, আহতের পায়ে ক্ষত আছে। এখানে অপারেশন করা সম্ভব না তাই দ্রুত যশোরে রেফার করা হয়েছে। ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সৈয়দপুর গ্রামে ইমরানের নেতৃত্বে একটি বাহিনী গড়ে উঠেছে, শেখ হাসিনার আমল থেকে সে এই ধরনের অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। শুক্রবার তারই ধারাবাহিকতায় গুলি করে বিএনপি কর্মী আজগার আলীকে হত্যার চেষ্টা করে কিন্তু সে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, তিনি খবর পেয়ে দ্রুত হাসপাতালে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি অপরাধীকে দ্রুত আটক করে শাস্তির দাবি জানান ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।