সাবেক টিএসআই রফিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রেকর্ড থানায়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মুরাদ হোসেন পনি নামে একজন কসমেটিক্স ব্যবসায়ীকে অপহরণ ও অর্থ আদায়ের অভিযোগটি আদালতের আদেশে গত শুক্রবার রাতে কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির সাবেক এসআই জামাল হোসেন ও সদর পুলিশ ফাঁড়ির সাবেক টিএসআই রফিকুল ইসলাম রফিকসহ ৫ জনের বিরুদ্ধে গত ৭ অক্টোবর ভুক্তভোগী মুরাদ হোসেন পনি নিজেই মামলা করেছিলেন। এ সময় আদালত তার অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছিলেন।
ওই মামলার অপর আসামিরা হলেন, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী সুমন, চাঁচড়া রায়পাড়ার মৃত ইয়াছিনের ছেলে সার্জেন্ট বাবু ও মৃত ভোমরের ছেলে খায়রুজ্জামান বাপ্পি।
মামলায় মুরাদ হোসেন পনির অভিযোগ, বড় বাজারে তার কসমেটিক্সের দোকান রয়েছে। এছাড়া তিনি ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত। আসামি হাজী সুমনের সাথে পূর্ব শত্রুতার জের ধরে তারই প্ররোচণায় আসামি এসআই জামাল হোসেন ও টিএসআই রফিকুল ইসলাম ২০১৭ সালের ২৯ আগস্ট রাত ১১টার দিকে অভিযোগ আছে বলে মুরাদ হোসেন পনিকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যান। পরে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস থানায় তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন এসআই জামাল হোসেন। দুই দিন পর ১ সেপ্টেম্বর সকালে ১২ লাখ টাকা সংগ্রহ করে আসামিদের হাতে তুলে দেন জান্নাতুল ফেরদৌস। এই টাকা নেওয়ার পর আসামিরা তার মুরাদ হোসেন পনিকে ছেড়ে দেন।