জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে যশোরে ফায়ার সার্ভিসের মহড়া

0

স্টাফ রিপোর্টার ॥ ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ স্লোগানে যশোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট চত্বরে মহড়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মহড়ার সহযোগিতা করে যশোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, জেলার ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, যশোর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, কালেক্টরেট মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক নেছার আহমেদ মুন্না প্রমুখ।