যশোরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে যশোর ডায়েবেটিক সমিতি ও আহাদ ডায়েবেটিক অ্যান্ড হেলথ কমপ্লেক্সের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বালিয়াডাঙ্গা আহাদ ডায়েবেটিক এন্ড হেলথ কমপ্লেক্সে এ আলোচনা সভা হয়। এ বছর ডায়াবেটিস সচেতনতা দিবস এর প্রতিপাদ্য ‘ডায়াবেটিস ঝুঁকি জানুন, সনাক্ত করুন, পদক্ষেপ নিন।’

যশোর ডায়াবেটিক সমিতি ও আহাদ ডায়াবেটিক কমপ্লেক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ডাক্তার মীর ফয়জুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কনসালটেন্ট ডাক্তার কাজী মুস্তাফিজুর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রদিপ কুমার গাইন, মেডিকেল অফিসার তৌহিদুর রহমান, ডেন্টাল সার্জন মতিউর রহমান সোহাগ প্রমুখ।