যশোরে বেশি দামে সোয়াবিন বিক্রি মিরাপুর কুন্ডু মিলকে ২৫ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাজারে বোতলের গায়ে লেখা দরের চেয়ে বেশি দরে সোয়াবিন বিক্রি হচ্ছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক লোকসমাজে প্রকাশের পর অভিযানে নেমেছে ভোক্তা অধিকার।

বোতলজাত সোয়াবিন বেশি দামে বিক্রির অপরাধে যশোর শহরের গরীব শাহ সড়কের মিরাপুর কুন্ডু অয়েল মিল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে। বুধবার দুপুরে মিরাপুর কুন্ডু অয়েল মিলে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানকালে প্রমাণ পাওয়া যায় ২ লিটারের বোতলজাত সোয়াবিন ৩৫০ টাকার স্থলে ৩৬০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এ কারণে সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম মিল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।