ভর্তির ২৪ ঘণ্টায়ও চিকিৎসা মিলছে না মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে

0

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা॥ মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ। ভর্তির ২৪ ঘণ্টা অনেকে চিকিৎসকের দেখা পাচ্ছেন না। এছাড়া রয়েছে ওষুধ না দেওয়ার অভিযোগ। চিকিৎসক সংকটের কারণে এটা হচ্ছে বলে একজন চিকিৎসক জানিয়েছেন।

উপকূলীয় এ উপজেলায় ১৬টি ইউনিয়নসহ ১টি পৌরসভার প্রায় ৪ লাখ মানুষের বসবাস। তাদের জন্যে এ স্বাস্থ্য কমপ্লেক্স। ৩৫ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও উন্নতি হয়নি এর চিকিৎসা ব্যবস্থার।

স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় ডায়রিয়ার রোগী শাহ আলম হাওলাদারের সাথে। তিনি জানান, রোববার দুপুর ২টার দিকে হাসপাতালে ভর্তি হলেও পরের দিন সোমবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘন্টায় কোন চিকিৎসক তাকে দেখতে আসেননি। রোগী দেখছেন নার্সরা। হাসপাতাল থেকে কোন ওষুধ সরবরাহ করা হয়নি।

আরেক রোগী মিজান হাওলদার বলেন, তাকেও বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে। স্বজনরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী শিশু আব্দুল্লাহ রোববার রাত সাড়ে ১১ টার দিকে ভর্তি হয়ে পরেরদিন দুপুর পর্যন্ত কোন চিকিৎসা পায়নি। একই অবস্থা অন্যান্য রোগীদের।

আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহারিয়ার ফাতাহ্ বলেন, তিনি একাই আউটডোর, ইনডোর ও জরুরি বিভাগের ৩টি দায়িত্ব পালন করেছেন। যে কারণে ভর্তি রোগীদের দেখতে রাউন্ডে যেতে পারেননি।

তিনি জানান, কাগজে -কলমে ৭ জন ডাক্তার থাকলেও দায়িত্ব পালন করছেন ৪ জন। ডা. লাবণী আক্তার ডেপুটেশনে রয়েছেন শরণখোলায়, ডা. মেহজাবিন বর্ণা ও ডা. দোলা পালাক্রমে একে অন্যের প্রক্সি দিচ্ছেন।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তিনি পৌরসভায় একটি মিটিংয়ে রয়েছেন। বলেন, রোস্টার অনুযায়ী ডাক্তাররা দায়িত্ব পালন করবেন।