বাগেরহাটে গাঁজাসহ আটক ১

0

কচুয়া (বাগেরহাট)সংবাদদাতা॥ বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাঁজাসহ কবির হাওলাদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে সদর উপজেলার গোবরদিয়া গ্রামের মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলামের মুদি দোকানের দক্ষিণ পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক কবির হাওলাদার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক গৌতম কুমার মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।