যশোরে বিস্ফোরণে আহত ১

0

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের চান্দুর বালির গর্ত নামক স্থানে বিস্ফোরণে শরিফুল ইসলাম বাবু (৩৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার ডান হাতের কব্জি এবং বুক ও মুখ আঘাতপ্রাপ্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত বাবু জানিয়েছেন, বাজি ফোটাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।  আহত ব্যক্তিকে ঢাকায় স্থানান্তর করেছেন চিকিৎসক।

আহত বাবু বাউলিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্লার পুত্র। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান জানান, রোগী বলছে বাজি ফোটাতে গিয়ে তিনি আহত হয়েছেন। তবে  প্রকৃত ঘটনা পুলিশ তদন্ত সাপেক্ষে বের করতে পারবে।

বাবু জানিয়েছেন, তিনি পাইপের ভিতরে বাজি দিয়ে ফুটাচ্ছিলেন। এ সময় পাইপ বিস্ফোরণ ঘটলে তার হাত উড়ে যায়। তার কপাল বুক ও মুখে ক্ষত হয়েছে। হাসপাতলে ভর্তির পর তার অবস্থার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন।