যশোরে প্রত্নবস্তুর সময়কাল নির্ধারণ সংক্রান্ত মাঠ কর্মশালা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মণিরামপুর উপজেলার ধনপোতা ঢিবি খনন ফিল্ডে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত প্রত্নবস্তুর উপর ভিত্তিকরে সময়কাল নির্ধারণ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মাঠ কর্মশাল অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদানসহ মূল প্রবন্ধ উপস্থাপন করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ইন আর্কিওলজিক্যাল সাইন্স আর্কিওলজিস্ট ও আর্কিওবোটানিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। কর্মশালায় সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে খুলনার বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। কর্মশালায় প্রত্নতত্ত্ব বিভাগের ২৫ জন অংশ গ্রহণ করেন।
প্রত্নস্থল থেকে সংগৃহীত নমুনা ও প্রত্নবস্তুর উপর ভিত্তি করে আধুনিক বিশ্বের স্বীকৃত পরম ও আপেক্ষিক সময় কাল নির্ধারন সংক্রান্ত পদ্ধতির বিষয়ে অধিদপ্তরের প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান ছাড়াও প্রত্নবস্তুর নথিভুক্তকরণ, ডেটিং, রিয়েলটাইম ডেটা সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিষয়ে আলোকপাত করা হয়।
আধুনিক বিশ্বে প্রত্নতাত্ত্বিক খনন, গবেষণা ও চর্চায় সি-১৪ ডেটিং একটি বিশ্ব স্বীকৃত পদ্ধতি। প্রয়োজনীয় দক্ষতাবৃদ্ধির মাধ্যমে সতর্কতা অবলম্বন করে সঠিক উপায়ে সংগৃহীত নমুনা থেকে সি-১৪ পদ্ধতি ব্যবহার করে প্রত্নস্থলে সঠিক সময়কাল ও কালপর্ব নির্ধারন করা যায়। উল্লেখ্য বাংলাদেশে এই প্রথম প্রত্নতাত্ত্বিক তারিখ নির্ধারন সংক্রান্ত মাঠকর্মশালা অনুষ্ঠিত হল।