পাইকগাছায় হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় বাড়ছে শীতের তীব্রতা। গত দুদিনে সুর্যের দেখা যায়নি। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। খড়কুটো জ্বালিয়ে অনেককে শীত নিবারণ করতে দেখা যায়। হতদরিদ্র শ্রমজীবী মানুষের অবস্থা আরও করুন। এ কারণে ফুটপাতে স্বল্প দামের শীতবস্ত্র কিনতে সব বয়সী মানুষের ভিড় বেড়েছে।
ফুটপাতের অস্থায়ী মৌসুমি দোকানি মো. রাজু বলেন, আমাদের দোকানে সাধারণত স্বল্প আয়ের মানুষ আসেন। যাদের নামী-দামি দোকান থেকে বেশি টাকা দিয়ে নতুন গরম কাপড় কেনার সামর্থ নেই তারাই আমাদের খরিদ্দার। অনেক নারী খরিদ্দার মুখম-ল ঢেকে হাসিমাখা মুখে বলেন,নামী-দামি বড় দোকানের থেকে ফুটপাতে ভালো ভালো গরম কাপড় পাওয়া যায়। গরিব মানুষের জন্য ফুটপাতই ভরসা। এদিকে ফুটপাতের ব্যবসায়ীদের ভাষ্য, প্রতিদিন সন্ধ্যার পর বেচাকেনা বেশি হয়। প্রতিদিন একটি দোকানে ৫ থেকে ১০ হাজার টাকার কাপড় বিক্রি হয়। তাদের কাছে ফুটপাতই ‘গরিবের হাট’।