যশোরে সংবর্ধিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জয়ী অধিনায়ক তামিম

0

স্পোর্টস রিপোর্টার ॥ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জয়ী অধিনায়ক যশোরের সন্তান আজিজুল হাকিম তামিমকে সংবর্ধনা প্রদান করেছে যশোর জেলা প্রশাসন। সোমবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আজিজুল হাকিম তামিম যশোরের ছেলে হলেও সে বাংলাদেশের সম্পদ। ক্রিকেটের মাধ্যমে দেশের গন্ডি পরিয়ে সে আন্তর্জাতিক পরিমন্ডলে পৌঁছে গেছে। যশোর খেলাধূলা, শিল্প সাহিত্য, সংস্কৃতির এক সমৃদ্ধ জেলা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের মাধ্যমে তামিম যশোরকে আরও গৌরবান্বিত করেছে। আমি আশাবাদী আগামীতে তামিম বিশ্ব ক্রিকেট মঞ্চে নেতৃত্ব দেবে এবং তার হাত ধরেই বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে।
জেলা প্রশাসক আজিজুল হাকিম তামিমের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনার জবাবে আজিজুল হাকিম তামিম সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে যশোরবাসীর কাছে দোয়া চান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তার গর্বিত পিতা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হোসাইন, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ, নিবাস হালদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, আজিজুল হাকিম তামিমের মা সুলতানা পারভীন, ক্রীড়া ব্যক্তিত্ব মঈনউদ্দীন রোম, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, আজিমুল হক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল।