যশোরে নাগরিক কমিটির মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার ॥ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির যশোর জেলার শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ঘাপটি মেরে আছে। ছাত্র-জনতার বিজয়কে তারা নস্যাৎ করতে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। একই সাথে আগামীতে ফ্যাসিবাদের দোসরদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় বক্তব্য রাখেন প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সাকিব শাহরিয়ার, মারুফ সুকর্ণ, খন্দকার রুবাইয়া, আবদুল্লাহ মাহফুয জাকারিয়া, সাইদ উজ্জ্বল, মেজবাহ কামাল মুন্না, নাঈম আহমদ, তানজিল মাহমুদ, রাফে সালমান রিফাত, ছাত্র-জনতার আন্দোলনে নিহত যশোরের শহীদ তৌহিদুল ইসলামের পিতা আব্দুল জব্বার মোল্লা, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওশের আলী, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক রাশেদ খান প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন, সংগঠনের সদস্য দেলোয়ার হাসান শিশির।