কেশবপুরে মেয়াদ শেষেও খোয়াড়ে ইচ্ছেমত টাকা আদায় করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ সরকারি মেয়াদ শেষ হলেও খোয়াড়ে হাঁস ও ছাগল আটকে রেখে ইচ্ছেমত টাকা আদায়ের অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নে।
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ নুরুজ্জামান বাবুর বিরুদ্ধে খোয়াড় পরিচালনার মেয়াদ শেষ হলেও ইচ্ছেমতো টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁচবাঁকাবর্শি গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে গ্রাম পুলিশ নুরুজ্জামান বাবু। তিনি ২০২২ সালে সরকারি খোয়াড় পরিচালনার দায়িত্ব পান। ওই খোয়াড়ের এক বছর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু এখনও তিনি ওই খোয়াড় অবৈধভাবে পরিচালনা করে ইচ্ছেমত টাকা আদায় করছেন। খোয়াড়ে ছাগল প্রতি ২শ টাকা, রাজহাঁস প্রতি ১৫০ টাকা ও পাতিহাঁস প্রতি ৫০ টাকা আদায় করছেন। এ বিষয়ে গ্রামবাসী পাঁজিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈদ্যনাথ সরকারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী মহসিন,মিন্টু ও শিউলি বেগম স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, মেয়াদ শেষ হলেও এ খোয়াড় রেখে ইচ্ছেমত টাকা আদায়ের নামে মানুষের সাথে দুর্ব্যবহার করে আসছেন গ্রাম পুলিশ নুরুজ্জামান বাবু। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী। পাঁজিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈদ্যনাথ সরকার বলেন,অভিযোগ পেয়েছি, তিনি যে খোয়াড় পরিচালনা করছেন সেটা এক বছর মেয়াদের, তার মেয়াদ শেষ হয়ে গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।