১০.৭ ডিগ্রি তাপমাত্রায় রৌদ্রোজ্জল চুয়াডাঙ্গায় প্রচন্ড শীত

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ।। চুয়াডাঙ্গায় প্রত্যেকদিন রাত বাড়ার সাথে সাথে কনকনে শীত অনূভুত হচ্ছে। সকালে কুয়াশা সরে যাওয়ার পর রৌদ্রোজ্জল আবহাওয়া বিরাজ করলেও প্রচন্ড শীত অনূভুত হয়েছে গতকাল সোমবার। জেলা জুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৮ দিনে শীতের প্রকোপে এ জেলার জনজীবনে অস্থিরতা বিরাজ করছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

গত ১৯ নভেম্বর থেকে এ জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা আরো কমে যাওয়ার পূর্বাভাস দিচ্ছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান। তিনি জানান, চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ আরো বাড়বে বলে তিনি জানান।