পাইকগাছা হাসপাতালে মাত্র ৪ জন চিকিৎসক !

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ ৫০ শয্যা খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন মাত্র ৪ জন। জনবলের অভাবে বহির্বিভাগে প্রতিদিন চার শতাধিক রোগী ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছেন না।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হলেও এখানে প্রতিদিন অন্তত ১০০ রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে সেবাপ্রার্থী থাকে প্রতিদিন চার শতাধিক। এ উপজেলার পাশর্^বর্তী জেলা সাতক্ষীরার আশাশুনি,তালা খুলনার দাকোপ ও চালনা থেকেও রোগীরা চিকিৎসা সেবা নিতে আসেন এখানে।
এ হাসপাতালে ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও শূন্য আছে ১৭টি। ৭ জন চিকিৎসকের মধ্যে অন্য হাসপাতালে সংযুক্তিতে ৩ জন কর্মরত। ফলে ৪ জন চিকিৎসক রোগীদের ঠিকমত চিকিৎসা সেবা দিতে পারছেন না।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার গড়ইখালী গ্রামের অঞ্জলী, আসমা বেগম জানান, জরুরি বিভাগ থেকে ডাক্তার কয়েকটি পরীক্ষা দিয়েছেন। সেগুলো বাইরে থেকে করিয়ে আনতে বলেন। আমরা গরিব মানুষ। টাকা দিয়ে বাইরে থেকে টেস্ট করানোর মতো সামর্থ নেই। হাসপাতালে যন্ত্রপাতি ও ডাক্তার থাকলে আমাদের খুবই উপকার হতো। গদাইপুর গ্রামের মর্জিনা বলেন অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। তিনি বলেন, সকাল ৮টার দিকে হাসপাতালে এসেছি। সাড়ে ১০টা বাজলো। এখনও ডাক্তার আমার মাকে দেখেনি। আউটডোরে টিকিট নিয়ে বসে আছি। সেবা নিতে এসে সেবা পাচ্ছি না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহবুবর রহমান জানান, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল বাড়ানো হয়নি। হাসপাতালের চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট রয়েছে। অপ্রতুল সীমাবদ্ধতার মধ্যেও আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। জরুরি ভিত্তিতে শূন্য পদের জনবল পূরণ, যন্ত্রপাতি ও সরঞ্জামাদির ব্যবস্থা গ্রহণ না করলে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে না।