হাসিনা আমলে গুম-খুনের বিচারের দাবিতে যবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

0

যবিপ্রবি সংবাদদাতা ॥ শেখ হাসিনা সরকারের আমলে দেশব্যাপী গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি )ছাত্রদল।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ২ টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মো. মেহেদী হাসান, জিএম মাহমুদ রনি, লিমন, নিশান, সজিব, রবিন, সাকিনসহ আরো অনেকে।