গণঅধিকার পরিষদের ২০০ আসনে প্রার্থী ঘোষণা

0

লোকসমাজ ডেস্ক ॥ গণঅধিকার পরিষদ সারাদেশে ২০০ আসনে প্রার্থী ঘোষণা দিয়েছেন। তারমধ্যে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া- বসুন্দিয়া)আসনে গণঅধিকার পরিষদ যশোর জেলা সহ-সভাপতি আবুল কালাম গাজী, যশোর-৫ (মনিরামপুর) জেলা সভাপতি এবিএম আশিকুর রহমান ও যশোর-৬ (কেশবপুর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশে মোট ২০০ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে গণঅধিকার পরিষদ।

দলীয় সূত্রে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপের ঘোষিত ২০০ প্রার্থীর তালিকায় যশোরের তিনটি আসন ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে তৃতীয় ধাপে ঘোষণা করা হবে।