যশোর নগর মহিলা দলের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আঞ্চলিক কমিটির মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর মহিলা দলের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নবগঠিত আঞ্চলিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ।

মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।